মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫

৩৬তম বি. সি. এস/প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য



৩৬তম বি. সি. এস/প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

১। Internet কবে আবিষ্কৃত হয় 1969 সালে।
২। Email কবে আবিষ্কৃত হয়1971 সালে।
৩। Hotmail কত সালে আবিষ্কৃত হয়1996 সালে।
৪।  Google কত সালে আবিষ্কৃত হয়1998 সালে।
৫।  Facebook কবে আবিষ্কৃত হয় 2004 সালে।
৬।  Youtube কত সালে আবিষ্কৃত হয়2005 সালে।
৭।  Twitter কত সালে আবিষ্কৃত হয় 2006 সালে।
৮। বিশ্বে ইন্টারনেট চালু হয় . ১৯৬৯সালে
৯। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় ১৯৯৩ সালে।
১০। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয়  ১৯৯৬ সালে।
১১। বাংলাদেশে 3g চালু হয়14 OCTOBER, 2012
১২। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার "IBM-1620 যা স্থাপিত হয় বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪ সালে
১৩। ২১মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলং জা তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়।
১৪। বাংলাদেশর বিজ্ঞানীরা প্রথমাবারের মতো জীবনরহস্য উন্মোচন করেছেনমহিষের
১৫। ২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন ড. মাকসুদুল আলম
১৬। ১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন  তার নামঅসবর্ন-১
১৭। বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিতযুক্তরাষ্ট্রের আটলান্টায়
১৮। বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘ চালু হয়  ২৮ফে:২০১৩
১৯। বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড(টেশিস) কর্তৃক তৈরী প্রথম ল্যাপটপ --এর নামদোয়েল
২০। জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু করে২১ ফ্রেব্রু:২০১৩
২১। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন ‘‘ পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় ১৩এপ্রিল, ২০১৩
২২। বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট ‘‘ওয়াইম্যাক্স চালু হয় >>June, 2009, Banglalion
২৩। বাংলাদেশে কবে , কোথায় সাইবার ক্যাফে চালু হয় ১৯৯৯ সালে,বনানীতে।
২৪। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর সিটিসেল ডিজিটাল, ১৯৯৩ সাল।
২৫। বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালূ হয় ৪ জানুয়ারী, ১৯৯০।
২৬। বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালূ হয় ১৯৯২ সালে।
২৭। প্রথম ডিজিটার জেলা যশোর
২৮। প্রথম ওয়াই ফাই নগর সিলেট
২৯। সাইবার সিটি সিলেট
৩০। প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ মিঠাপুকুর ,রংপুর

সাধারণ জ্ঞান

১।  পাট গবেষণা বোর্ড মানিকগঞ্জ
২। নদী গবেষণা কেন্দ্র ফরিদপুর
৩। ইলিশ মাছ গবেষণা কেন্দ্র খুলনা
৪।  রাবার গবেষণা বোর্ড কক্সবাজার
৫।  তাঁত গবেষণা বোর্ড- নরসিংদী
৬।  চা গবেষণা কেন্দ্র শ্রীমঙ্গল, সিলেট
৭। ইক্ষু গবেষণা কেন্দ্র ঈশ্বরদী, পাবনা
৮।  ডাল গবেষণা কেন্দ্র ঈশ্বরদী, পাবনা
৯। গম গবেষণা কেন্দ্র  দিনাজপুর
১০।  আম গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ
১১।  মসলা গবেষণা কেন্দ্র  বগুড়া
১২।  রেশম গবেষণা কেন্দ্র  রাজশাহী
১৩।  বন গবেষণা কেন্দ্র  চট্টগ্রাম
১৪।  পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র  খাগড়াছড়ি
১৫। বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়  ভারত
১৬। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি  ভুটান
১৭। সৌদিআরব কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়  ১৬ আগষ্ট, ৭৫
১৮। আরব দেশগুলোর মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি  ইরাক
১৯। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি   সুদান
২০। বাংলাদেশ কবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়  ১৯৮৬ সালে
২১। বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়  ৪১ তম
২২। জাতিসংঘ সাধারন পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে  হুমায়ন রশিদ চৌধুরী
২৩। বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য   ৩২ তম
২৪। বাংলাদেশের কমনওয়েলথে যোগদানের প্রতিবাদে কোন দেশ কমনওয়েলথ ত্যাগ করেছিল   পাকিস্তান
২৫। কবে বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহন করে  ১ মার্চ ২০০০
২৬। ফোবানা হলো আমেরিকায় বসবাসকারী বাংলাদেশীদের বেসরকারী সংগঠন হলো
২৭। ফোবানা বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান প্রথম জাতিসংঘ বাংলা ভাষায় বক্তৃতা করেন  বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
২৮। বিশ্বের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশের সেনা মেডিকেল টিম সেবা প্রদান করে   সিরিয়া, ১৯৭৩ সালে
২৯। ও, আই, সি একমাত্র কারিগর প্রশিক্ষন কেন্দ্র কোথায় স্থাপন করা হয়েছে  ঢাকায়
৩০। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা জাতিসংঘের তত্ত্বাবধানে বর্তমানে কয়টি দেশে কর্মরত আছে   ১০ দেশের ১০টি মিশনে
৩১। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য  ১৩৬ তম
৩২। ভারত শ্রীলংকা কে পৃথক করেছে পক প্রণালী
৩৩। এশিয়া আমেরিকা কে পৃথক করেছে বেরিং প্রণালী
৩৪। এশিয়া ইউরোপ কে পৃথক করেছে বসফরাস প্রণালী
৩৫। এশিয়া আফ্রিকা কে পৃথক করেছে বাব এল মানদেব প্রণালী
৩৬। আফ্রিকা কে-ইউরোপ থেকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী
৩৮।  বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ৪৭৬ জন।
v  বীরশ্রেষ্ঠ ৭ জন
v  বীর উত্তম ৬৮ জন
v  বীর বিক্রম ১৭৫ জন
v  বীর প্রতীক ৪২৬ জন
v  মুক্তিযুদ্ধে মোট সেক্টর ১১টি।
v  চট্টগ্রাম ১ নং সেক্টর
v  ঢাকা ২ নং সেক্টর
v  মুজিবনগর ৮ নং সেক্টর
v  জীবিত সেক্টর কমান্ডার ৪ জন।
৩৯।  সীতাকোট বিহার (নবাবগঞ্জ, দিনাজপুর) : নির্মিত হয়  খ্রিষ্টীয় পঞ্চম বা ষষ্ঠ শতকে।
৪০। সোমপুর বিহার (পাহাড়পুর, নঁওগা) : নির্মিত হয়   খ্রিষ্টীয় অষ্টম শতকে।
৪১। শালবন বিহার (ময়নামতি, কুমিল্লা) : নির্মিত হয়   খ্রিষ্টীয় অষ্টম শতকে।
৪২। আনন্দ বিহার (ময়নামতি, কুমিল্লা): নির্মিত হয়   খ্রিষ্টীয় অষ্টম শতকে।

English Literature

1)         animal firm" was written by   George Orwell
2)         Who is the author of" The jungle book"  Rudyard Kipling
3)         Who is the author of" The Time Machine  H.G Wells
4)         Who is the author of" Pamela  Samuel Rechardson
5)         Who is the author of"Emma  ane Austin
6)         Who is the author of" Ulysses  James joysce
7)         Who is the author of"Vanity Fair  William Thackery
8)         Who is the author of"You never can tale  Christopher Marlowe
9)         Who is the author of"Dr.Zivago  Boris Pasternak
10)     Who is the author of"Silent women   Ben jonson
11)     Who is the author of"Madam bovary  Gustave Flaubert
12)     Crime and punishment  Dostoevosky
13)     Canterbury tales  Geoffery chsucer
14)     Point counter point  Aldous Huxely
15)     Pride and prejudice   Jane Austin
16)     The rainbow,/sones and lover/, Lady Chatterly ,s Lover  D.H Lawrence
17)     Ceeser and Cleopatra/ Man and Super Man/ Arams and The man/Pygmalion G.B Shaw
18)     A farm well to arams/For whom the Bell tolls/The old man and the sea Earnest Ernest Hemingway
19)     Davide copperfiled/The tale of two cities /james joycee/thomas hardy/Great expectration Charles Dickens
বাংলা

1)        স্বরবর্ণ   ১১টি
2)        ব্যঞ্জনবর্ণ - ৩৯ টি
3)        মৌলিক স্বরধ্বনি   ৭ টি
4)        হ্রসস্বর স্বরধ্বনি   ৪ টি
5)         দীর্ঘস্বর স্বরধ্বনি   ৭টি
6)         মাত্রাহীন   ১০ টি
7)        অর্ধমাত্রা   ৮ টি
8)        পূর্ণমাত্রা   ৩২ টি
9)        কার   ১০ টি
10)    স্পর্শবর্ণ   ২৫ টি
11)     মহিম, সুরেশ ও অচলা চরিত্রের স্রষ্টা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (গৃহদাহ)।
12)     দীপাঙ্কর (দীপু), সতী, লক্ষ্মী চরিত্রের স্রষ্টা  বিমল মিত্র (কড়ি দিয়ে কিনলাম)।
13)    দীপাবলী চরিত্রের স্রষ্টা কে সমরেশ মজুমদার (দীপাবলী)।
14)    রমা ও রমেশ চরিত্রের স্রষ্টা  শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (পল্লী সমাজ)।
15)    ষোড়শী ও নির্মল চরিত্রের স্রষ্টা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেনা-পাওনা)।
16)    সতীশ ও সাবেত্রী চরিত্রের স্রষ্টা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (চরিত্রহীন)।
17)    নবকুমার কপালকুন্ডলা চরিত্রের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (কপালকু-লা)।
18)     নবীন মাধব চরিত্রের স্রষ্টা দীনবন্ধু  মিত্র (নীল দর্পণ)।
19)    ঘটিরাম ডেপুটি ও নিমচাঁদ চরিত্রের স্রষ্টা  দীনবন্ধু মিত্র (সধবার একাদশী)।
20)    নন্দলাল চরিত্রের স্রষ্টা অমৃতলাল বসু (বিবাহ-বিভ্রাট)।
21)    দেবযানী চরিত্রের স্রষ্টা অমৃতলাল বসু (বিদায়-অভিশাপ)।
22)    নন্দিনী চরিত্রের স্রষ্টা কে রবীন্দ্রনাথ ঠাকুর (রক্তকরবী)।
23)    রাইচরণ চরিত্রের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর (খোকাবাবুর প্রত্যাবর্তন)।
24)    মৃন্ময়ী ও অপূর্ব চরিত্রের স্রষ্টা  রবীন্দ্রনাথ ঠাকুর (সমাপ্তি)।
25)    সুরবালা চরিত্রের স্রষ্টা   রবীন্দ্রনাথ ঠাকুর (একরাত্রী)।
26)     দুখিরাম ও চন্দরা চরিত্রের স্রষ্টা কে  রবীন্দ্রনাথ ঠাকুর (শাস্তি)।
27)    পার্বতী ও চন্দ্রমূখী চরিত্রের স্রষ্টা   শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেবদাস)।