সোমবার, ২২ জুন, ২০১৫

৩৬ তম বি.সি.এস মডেল টেস্ট-১

৩৬ তম বি.সি.এস মডেল টেস্ট-১
1). ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?
 
        (ক). বঙ্গোপসাগরে                (খ).  মেঘনার মোহনায়
         (গ). যমুনা নদীতে                  (ঘ). সন্দীপ চেনেল
2
). বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানী পণ্য হিসেবে স্থান করে নেয়?
         (ক). পঞ্চাশ দশক                  (খ). ষাট দশক
         (গ). সত্তর দশক                    (ঘ). আশির দশক
3
). বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?
          (ক). ১১৫                          (খ). ১১০
          (গ). ১১৭                           (ঘ). ১২০
4
). বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা-
      (ক). ২৭                                (খ). ২৫
      (গ). ২৬                                (ঘ). ২৮
5
). ‘অলিভ টারটল’ বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?
     (ক). সেন্টমার্টিন                         (খ). চর আলেকজান্ডার
     (গ). রাঙ্গাবালি                          (ঘ). ছেড়াদ্বীপ
6). চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ- এর দীক্ষাগুরু কে ছিলেন?
     (ক). মাহুয়ান                           (খ). অতীশ দিপঙ্কর
     (গ).   মেগাস্থিনিস                       (ঘ). শিলভদ্র
7). প্রান্তিক হ্রদ কোন জেলার অবস্থিত?
     (ক). বান্দরবান                         (খ). সিলেট
     (গ).   খাগড়াছড়ি                        (ঘ). রাঙ্গামাটি
8). বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?
     (ক). ৫৬০০                             (খ). ৪৬০০
     (গ).   ৪৫০০                             (ঘ). ৪৫৫০
9). মহাস্থবীর শীলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন?
     (ক). আনন্দ বিহার                     (খ). নালন্দা বিহার
     (গ).   গোসিপো বিহার                  (ঘ). সোমপুর বিহার
10). খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত?
     (ক). বারাং                             (খ). মৌজা
     (গ).   পাড়া                               (ঘ). পুঞ্জি
11). লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?
     (ক). দ্বৈত শাসন ব্যবস্থা               (খ). সতীদাহ নিবারন ব্যবস্থা
     (গ).   পুলিশ ব্যবস্থা                     (ঘ). চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা
12). ১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন?
     (ক). মুসা ইব্রাহিম                     (খ). ওয়াসফিয়া নাজনীন
     (গ).   নিশাত মজুমদার                 (ঘ). এম.এ.মুহিম
13). পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবী কে উত্থাপন করেন?
     (ক). আব্দুল মতিন                     (খ). ধীরেন্দ্রনাথ দত্ত
     (গ).   শেরে বাংলা এ.কে ফজলুল হক (ঘ). হোসেন শহীদ সোহরাওয়ার্দী
14). বিখ্যাত চিত্রকর্ম ‘তিন কন্যা’ এর চিত্রকর কে?
     (ক). রফুকুন্নবী                         (খ). কামরুল হাসান
     (গ).   এস এম সুলতান                 (ঘ). জয়নুল আবেদীন
15
). যশোর জেলায় অবস্থিত বিল---
     (ক). পাথরচাওলি                       (খ). আড়িয়াল
     (গ).   ভবদহ                             (ঘ). হাইল
16). বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০০৯ অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
     (ক). ৯ম                                 (খ). ৭ম 
     (গ).   ৮ম                                (ঘ). ১০ম
17). বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৪ অনুযায়ী গড় সাক্ষরতার হার---
     (ক). ৬৫.৫%                          (খ). ৫৭.৯%
     (গ).   ৬১.১%                           (ঘ). ৫৬.৮%
18). বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
     (ক). জেনারেল এম.এ জি ওসমানী              (খ). কর্নেল শফিউল্লাহ
     (গ).   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান               (ঘ). মেজর জিয়াউর রহমান
19). ‘বর্নালী’ এবং ‘শুভ্র’ কী?
     (ক). উন্নত জাতের গম                (খ). উন্নত জাতের চাল
     (গ).   উন্নত জাতের ভুট্টা               (ঘ). উন্নত জাতের আম
20). গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
     (ক). ৯১ বর্গ কিলোমিটার             (খ). ৮ বর্গ কিলোমিটার
     (গ).   ৯ বর্গ কিলোমিটার              (ঘ). ৭ বর্গ কিলোমিটার
21). ‘Making of a Nation Bangladesh’ গ্রন্থের রচয়িতা কে?
     (ক). এস.এ করিম                     (খ). নুরুল ইসলাম
     (গ).   কামাল হোসেন                   (ঘ). আনিসুর রহমান
22). জীবন ঢুলী কি ?
     (ক). কাব্যগ্রন্থ                           (খ). একটি চলচ্চিত্রের নাম
     (গ).   একটি উপন্যাস                   (ঘ). আত্মজীবনী
23). বাংলাদেশের পক্ষে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছে ?
     (ক). রুবেল হসেন                     (খ). সোহাগ গাজী
     (গ).   তাইজুল ইসলাম                 (ঘ). তাসকিন আহমেদ
24). পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুসারে সপ্তম পঞ্চ বার্ষিক পরিকল্পনা কোন মেয়াদে হবে?
     (ক). ২০১৫-২০১৯                     (খ). ২০১৮-২০২২
     (গ).   ২০১৭-২০২১                     (ঘ). ২০১৬-২০২০
25). দ্যা ব্লাড টেলিগ্রাম কার লেখা -
     (ক). মারকাস ফ্রান্ডা                   (খ). গ্যারি জে ব্যাস
     (গ).   রিচারড সেশন                   (ঘ). পল ওয়ালেচ
26). বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত?
     (ক). কুষ্টিয়া গ্রেড                      (খ). মেহেরপুর গ্রেড
     (গ).   ঝিনাইদহ গ্রেড                   (ঘ). চুয়াডাঙ্গা গ্রেড
27). কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিব কে রাজিনীতির কবি (Poet of Politics)আখ্যা দেন?
     (ক). ইকোনমিস্ট                       (খ). টাইম
     (গ).   নিউজ উইকস                    (ঘ). ইকোনমিক্স অ্যান্ড পলিটিকাল উইকলি
28). কোন অঞ্চল কে ৩৬০ আউলিয়ার দেশ বলে?
     (ক). চট্টগ্রাম                            (খ). রাজশাহি
     (গ).   ঢাকা                              (ঘ). সিলেট
29). ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্তরি এর উৎপাদিত সার এর নাম কি?
     (ক). টি এস পি                          (খ). ইউরিয়া
     (গ).   ইউরিয়া অ্যান্ড এ এস পি        (ঘ). ডি এ পি
30). ম্যান গ্রোভ কি?
     (ক). কেউরা বন                        (খ). উপকূলীয় বন
     (গ).   শালবন                            (ঘ). চিরহরিৎ বন
31). নেপালের সর্ব শেষ রাজা ছিলেন --
     (ক). রাজা মহেন্দ্র                       (খ). রাজা জ্ঞানেন্দ্র
     (গ).   রাজা বিরেন্দ্র                     (ঘ). রাজা ধীরেন্দ্র
32). প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭ এর মূল প্রতিপাদ্য ছিল --
     (ক). জাতিপুঞ্জ সৃষ্টি করা                          (খ). ইহুদিদের জন্য জাতি রাষ্ট্র গঠন
     (গ).   অটো মানদের জায়গা দখল                (ঘ). জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন
33). প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌ বহরের সদর দপ্তর হচ্ছে---
     (ক). ইউকোসুক                       (খ). গয়াম
     (গ).   হাওয়াই                           (ঘ). সুবিক বে
34). ডমিনো তত্ত্ব কোন অঞ্চলের জন্য প্রযোজ্য?
     (ক). পূর্ব ইউরোপ                      (খ). দক্ষিন পূর্ব এশিয়া
     (গ).   নিকট প্রাচ্য                       (ঘ). পূর্ব আফ্রিকা
35). গ্লাসনস্তনীতি কোন দেশে চালু হয়েছিল?
     (ক). হাঙ্গেরি                           (খ). চীন
     (গ). পোল্যান্ড                            (ঘ). সাবেক সোভিয়েত ইউনিয়ন
36). নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কের বাহিরে আমন্ত্রিত রাষ্ট্র সংখ্যা -
     (ক).                                    (খ). ২
     (গ).                                     (ঘ). ৮
37). বর্তমান বিশ্বে কোন দেশটির সংবিধানকে “শান্তি সংবিধান” বলা হয়?
     (ক). জাপান                            (খ). কোস্টারিকা
     (গ).   পেরু                               (ঘ). সুইজারল্যান্ড
38). Global Terrorism Index ২০১৪ অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র -
     (ক). সিরিয়া                            (খ). সুদান
     (গ).   সোমালিয়া                        (ঘ). ইরাক
39). জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোণ দেশটি সমুদ্রের গভীরে বৈঠক করেন?
     (ক). ফিজি                             (খ). পাপুয়া নিউগিনি
     (গ).   মালদ্বীপ                           (ঘ). গোয়াম
40). দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর পূর্ব পশ্চিমে দ্বন্দ্বের ফলে সৃষ্ট অর্থনৈতিক জোটের নাম কি ছিল -
     (ক). কমেকন                          (খ). কমিনফর্ম
     (গ).   কমিন্টারন                        (ঘ). কোনটি নয়
41). ব্রিকসের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় -
     (ক). দক্ষিন আফ্রিকা                  (খ). ব্রাজিল
     (গ).   রাশিয়া                            (ঘ). ভারত
42). উইঘুর হল-
     (ক). চীনের খাবারের নাম            (খ). চীনের একটি সম্প্রদায়ের নাম
     (গ).   চীনের শহরের নাম              (ঘ). চীনের ধর্মীয় স্থান
43). ১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে-
     (ক). ৩৫০ নটিক্যাল মাইল                        (খ). ৩০০ নটিক্যাল মাইল
     (গ).   ৪৫০ নটিক্যাল মাইল                        (ঘ). ২০০  নটিক্যাল মাইল
44). মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
     (ক). মায়ানমার-চীন                   (খ). বাংলাদেশ-মায়ানমার
     (গ).   বাংলাদেশ – ভারত             (ঘ). ভারত-মায়ানমার
45). কার্টাগেনা প্রটোকল হল-
     (ক). জাতিসংঘের যুদ্ধ মোকাবেলা সংক্রান্ত চুক্তি                      (খ). জাতিসংঘের নারী অধিকার সংক্রান্ত চুক্তি
     (গ).   জাতিসংঘের জৈব নিরাপত্তা সংক্রান্ত চুক্তি                       (ঘ). জাতিসংঘের শিশু অধিকার সংক্রান্ত চুক্তি
46). ১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়?
     (ক).                                   (খ).৭
     (গ).                                     (ঘ). ৪
47). “The Art Of War” গ্রন্থের রচয়িতা-
     (ক). ক্লজউইড                          (খ). সুন জু
     (গ).   আলফ্রেড মাহান                 (ঘ). কৌটিল্য
48). বর্তমান বিশ্বে “নিউ সিল্ক রোডের ”প্রবক্তা -
     (ক). জাপান                            (খ). চীন
     (গ).   ভারত                             (ঘ). আফগানিস্তান
49). বিশ্ব প্রাণী দিবস হচ্ছে –
     (ক). ১১ ফেব্রুয়ারি                      (খ). ২৩ অক্টোবর
     (গ).   ২৯ জুন                           (ঘ). ৪ অক্টোবর
50). ‘WIPO’ এর সদর দপ্তর –
     (ক). ব্রাসেলস                           (খ). জেনেভা
     (গ).   লন্ডন                              (ঘ). প্যারিস





    

কোন মন্তব্য নেই: