শুক্রবার, ২৬ জুন, ২০১৫

৩৬ তম বি.সি.এস. মডেল টেস্ট-২



 ৩৬ তম বি.সি.এস. মডেল টেস্ট-২
বিজ্ঞান: ..................................................................
, দুধে ... ল্যাকটিক এসিড
, লেবুতে ... সাইট্রিক এসিড
, টমেটোতে ... ম্যালিক এসিড
, তেঁতুল ও আঙ্গুরে ... টারটারিক এসিড
, কমলালেবুতে ... অ্যাসকারবিক এসিড
, আপেলে ... ম্যালিক এসিড
, আমলকিতে ... অক্সালিক এসিড
, কাঠে ... এসিটিক এসিড
, বোলতা/মৌমাছি/লাল পিপড়ার কামড়ে ... ফরমিক এসিড
:: নোবেল পুরস্কার ২০১৪:.................................................
১. অর্থনীতি---------জ্যাঁ তিরোল (ফ্রান্স)
২. শান্তি------ মালালা ইউসুফজাঈ (পাকিস্তান), কৈলাস সত্যার্থী (ভারত)
৩. সাহিত্য----- প্যাত্রিক মোদিয়ানো (ফ্রান্স)
৪. পদার্থবিদ্যা----- হিরোসি আমানো (জাপান), সুজি নাকামুরা (জাপানি বংশোদ্ভুত মার্কিন), ইসামু আকাসাকি (জাপান)
৫. চিকিৎসাবিজ্ঞান----- এডভার্ড মোজার (নরওয়ে), জন ও কিফি (যুক্তরাষ্ট্র), মে-ব্রিট মোজার (নরওয়ে)
৬. রসায়ন---- স্টেফান ডব্লিউ.হেল (রোমানীয় বংশোদ্ভুত জার্মানি), এরিক বেটজিগ (যুক্তরাষ্ট্র), উইলিয়াম ই. মোয়েরনার (যুক্তরাষ্ট্র)
সাধারণ জ্ঞান: ..............................................
১. সংবিধান কমিটির সদস্য ছিলেন কয়জন?
উঃ ৩৪ জন।
২. বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌরবিদ্যুত প্রকল্প চালু হয়?
উঃ নরসিংদী।
৩. ছয় দফা দাবি উত্থাপিত হয় কত সালে?
উঃ ১৯৬৬ সালে।
৪. টিপাইমুখ বাঁধ ভারতের কোন নদীর তীরে করা হয়েছে?
উঃ বরাক।
৫. কত সালে বাংলাদেশে রঙ্গীন টিভি চালু হয়?
উঃ ১৯৮০ সালে।
৬. নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
উঃ মেঘনা।
উৎপাদনে শীর্ষ দেশসমুহ:...................................
১। তেল উত্পাদনে শীর্ষ দেশ--- রাশিয়া।
২। খনিজ তেলের প্রধান শীর্ষ রপ্তানী কারক --
সৌদি আরব ।
৩। তেল রিজার্ভে শীর্ষ দেশ---ভেনিজুয়েলা।
৪। তেল আমদানিতে শীষ দেশ---যুক্তরাষ্ট্র
৫।তেল ব্যবহারে শীষ দেশ--- যুক্তরাষ্ট্র ।
৬। ওপেকের সদস্য--- ১২ টি ।
৭। পৃথিবীর সর্বোচ্চ চিনি রপ্তানীকারক দেশ
--কিউবা ।
৮। চিনির আধার বলা হয় --- কিউবাকে ।
৯। পৃথিবীর প্রধান অভ্র রপ্তানীকারক দেশ-- ভারত ।
১০। কার্পেট রপ্তানীতে শীর্ষ দেশ -- ইরান।
১১। বিশ্বের সবচেয়ে বেশী গম উৎপন্ন হয় --চীন।
১২। বিশ্বের সবচেয়ে বেশী চা উৎপন্ন হয় --ভারত ।
১৩। বিশ্বের প্রধান তামা উৎপাদনকারী দেশ -- যুক্তরাষ্ট্র।
১৪। সবচেয়ে বেশী কফি উতপন্ন হয়-- ব্রাজিলে ।
১৫। পৃথিবীর প্রায় সমুদয় চা উৎপন্ন হয় --এশিয়া মহাদেশে।
১৬। পৃথিবীর বৃহত্তম হীরক খনি অবস্থিত--কিম্বার্লি, দক্ষিণ আফ্রিকা ।
১৭। পৃথিবীর সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয় --India তে।
১৮। লৌহ উৎপাদনে পৃথিবীর প্রধান দেশ --চীন ।
১৯। সবচেয়ে বেশি সোনা উতপন্ন হয়--- চীনে ।
২০। সবচেয়ে বেশী চাল রপ্তানী করে--- থাইল্যান্ড ।
বাংলা সাহিত্য: ...................................................
1.ছাড়পত্র কাব্য- সুকান্ত ভট্টাচার্য

2.পঞ্চতন্ত্র গ্রন্থঃ সৈয়দ মুজতবা আলী
3.নজরুলের প্রথম উপন্যাসঃ বাঁধনহারা
4.মেঘনাদ বধ কাব্যে সর্গঃ ৯টি
5.
পদ্মাবতী ’’ কে রচনা করেন ?উঃ মহাকবি...

কোন মন্তব্য নেই: