শনিবার, ১৩ জুন, ২০১৫

মডেল টেস্ট-১

বিষয়: সাধারণ জ্ঞান
১।  নিঝুম দ্বীপ কোন নদীর মোহনা অবস্হিত?
ক.মেঘনা নদী
খ.যমুনা নদী
গ.সুরমা নদী
ঘ.কুশিয়ারা নদী
২।  পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রবর্তন করে-
{১}যুক্তরাষ্ট্র
{২}যুক্তরাজ্য
{৩}রাশিয়া
{৪}বাংলাদেশ
৩। কত সালে ওয়াটার লু যুদ্ব সংগঠিত হয়?
(ক)১৮১৫ সালে
(খ)১৮২০ সালে
(গ)১৯১২ সালে
(ঘ)১৯১৪ সালে
৪। বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কী?
«১»চন্দ বাড়ি
«২»ভবের পাড়া
«৩»টুংগী পাড়া
«৪»শিমুলিয়া
৫। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রপ্রথম স্হাপন করা হয়-
(১)কালুরঘাট,চট্রগ্রাম
(২)শ্রীমঙ্গল,মৌলভীবাজার
(৩)মুজিবনগর,মেহেরপুর
(৪)নাটোর,রাজশাহী
৬। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় কবে?
{ক}২ মার্চ ১৯৭১
{খ}৭ মার্চ ১৯৭১
{গ}১০ মার্চ ১৯৭১
{ঘ}২৫ মার্চ ১৯৭১
৭। মুক্তিযুদ্বে আত্নসমর্পণের দলিল কোথায় সাক্ষরিত হয়?
«১»সোহরাওয়ার্দী ময়দানে
«২»রমনা পার্কে
«৩»রেসকোর্স ময়দানে
«৪»শিশু পার্কে
৮। বাংলাদেশের মুক্তিযুদ্বে কোন সেক্টরটি কেবল নৌ কমাণ্ডো দ্বারা গঠিত হয়েছিল?
{ক} ৯নং সেক্টর
{খ} ১০নং সেক্টর
{গ} ১১নং সেক্টর
{ঘ} ১২নং সেক্টর
৯। বাংলাদেশের স্বাধীনতার ঘোষনাপত্র কবে গৃহীত হয়?
(ক)৭ মার্চ ১৯৭১
(খ)২৬ মার্চ ১৯৭১
(গ)১০ এপ্রিল ১৯৭১
(ঘ)১৭ এপ্রিল ১৯৭১
১০। স্বাধীন বাংলাদেশের ঘোষনাপত্র পাঠ করা হয় কবে?
(ক)১০ এপ্রিল ১৯৭১
(খ)১৭ এপ্রিল ১৯৭১
(গ)৭ মার্চ ১৯৭১
(ঘ)২৫ মার্চ ১৯৭১
১১। পূর্বাশা দ্বীপের অপর নাম-
(ক)নিঝুম দ্বীপ
(খ)সেন্ট মার্টিন দ্বীপ
(গ)দক্ষিণ তালপট্টি দ্বীপ
(ঘ)কুতুবদিয়া দ্বীপ
১২। কান্তজীর মন্দির কোন জেলায় অবস্হিত?
(১)জয়পুর হাট
(২)কুমিল্লা
(৩)রাঙ্গামাটি
(৪)দিনাজ পুর
১৩। বাংলাদেশের ফৌজদারী ও দেওয়ানী আদালতসমূহ কোন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত?
(ক)জন প্রশাসন
(খ)আইন,বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়
(গ)স্বরাষ্ট মন্ত্রণালয়
(ঘ)কোন মন্ত্রণালয়ের অধীনে নয়|
১৪। জাতীয় সংসদ ভবনের নকশা প্রস্তুত করেছিলেন কে?
{১}লুই আই কান
{২}এফ আর খান
{৩}মোহাম্মদ আইয়ুব খান
{৪}সৈয়দ মাইনুল হোসেন
১৫। বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন ছিলেন?
(ক) ১৯ জন
(খ) ৩৫ জন
(গ) ৩৯ জন
(ঘ) ৫১ জন
১৬। ১৯৭১ সালের ২৫ মার্চ ছিল_
{১} বৃহস্পতি বার
{২} শুক্র বার
{৩} শনি বার
{৪} রবি বার
১৭। বাংলাদেশের সবচেয়ে বড় হাওড় কোনটি?
ক.হাকালুকি হাওড়
খ.টাঙ্গুয়ার হাওড়
গ.ডাকতিয়া হাওড়
ঘ.ফয়জ হাওড়
১৮। সুন্দরবনকে বন্যপ্রাণীর অভয়ারণ্য ঘোষণা করা হয় কবে?
(ক) ১৯৯৬ সালে
(খ) ১৯৯৭ সালে
(গ) ১৯৯৮ সালে
(ঘ) ১৯৯৯ সালে
১৯। কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে?
(১) ভারত
(২) জাপান
(৩) চীন
(৪) যুক্তরাষ্ট্র
২০। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কাল কত?

(ক) ২ বছর
(খ) ৩ বছর
(গ) ৪ বছর
(ঘ) ৫ বছর
২১। বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক বৃহত্তম ইপিজেড কোনটি?
{১}চট্রগ্রাম ইপিজেড
{২}ইশ্বরদী ইপিজেড
{৩}মংলা ইপিজেড
{৪}উত্তরা ইপিজেড
২২। ব্রহ্মপুত্রের পুরাতন নাম কি?
ক.ব্রহ্ম
খ.লৌহিত্য
গ.কনক
ঘ.ছিপসাগর
২৩। বাংলাদেশ চা বোর্ড কোথায় অবস্হিত?
{ক}ঢাকা
{খ}চট্রগ্রাম
{গ}সিলেট
{ঘ}শ্রীমঙ্গল
২৪। বাংলাদেশ প্রথম কোন সংস্হার সদস্যপদ লাভ করে?
«ক» জাতিসংঘ
«খ» ওআইসি
«গ» কমনওয়েলথ
«ঘ» আই এফ এম
২৫। বাংলাদেশে দুর্যোগ ব্যবস্হাপনা আইন প্রবর্তন হয় কত সালে?
(১) ২০১০ সালে
(২)২০১১ সালে
(৩)২০১২ সালে
(৪)২০১৩ সালে
২৬। বিশ্বের প্রথম স্মার্টফোনের নাম কি?
{১} সিমন
{২} নাভাডা-২
{৩} ডস-১০
{৪} এরিকসন-৩৮০
২৭। বাংলাদেশের সীমান্তবর্তী বিল কোনটি?
ক.চলনবিল
খ.তামাবিল
গ.আড়িয়াল বিল
ঘ.ভবদহ বিল
২৮। সরকারের প্রধান নিবাহী কে?
ক}**রাষ্ট্রপতি
খ}**প্রধান বিচারপতি
গ}**স্পীকার
ঘ}**প্রধানমন্ত্রী
২৯। বাংলাদেশ পুলিশ কোন মন্ত্রণালয়ের অধীনে?
(১)স্হানীয় সরকার ও পল্লী উন্নয়নের
(২)তথ্য মন্ত্রণালয়ের
(৩)স্বরাষ্ট মন্ত্রণালয়ের
(৪)কোনটি নয়
৩০। স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকঘর কোথায় স্হাপিত হয়?
{ক}**চুয়াডাঙ্গায়
{খ}**রাজশাহীতে
{গ}**সিলেট
{ঘ}**চট্রগ্রামে
৩১। বাংলাদেশ পুলিশের সদর দপ্তর কোথায় অবস্হিত?
«১» রাজশাহী সারদায়
«২» খুলনায় সোনাডাঙ্গা
«৩» ঢাকার রাজারবাগে
«৪» চট্রগ্রামে আনোয়ারায়
৩২। বাংলাদেশ কোন বছরে কমনওয়েলথের সদস্য পদ লাভ করে?
{ক} ১৯৭২ সালে
{খ} ১৯৭০ সালে
{গ} ১৯৭৬ সালে
{ঘ} ১৯৭১ সালে
৩৩। বাংলাদেশের কোন জেলা প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়?
«১» ঢাকা
«২» খুলনা
«৩» নরসিংদী
«৪» বরিশাল
৩৪। পাহাড়পুর বৌদ্ববিহার বাংলাদেশের কোন জেলায় অবস্হিত?
(১)কুমিল্লা
(২)নাটোর
(৩)ঢাকা
(৪)নওগাঁ
৩৫। বাংলাদেশের শ্রেষ্ঠ সাঁতারু কে?
«১» মিজানুর রহমান
«২» ব্রজেন দাস
«৩» আসিফুর রহমান
«৪» মোশারফ হোসেন
৩৬। "চলন বিল"কোথায় অবস্হিত?
«ক» নাটোর
«খ» সিলেট
«গ» রাজশাহী
«ঘ» বরিশাল
৩৭। গারো পাহাড় কোন জেলায় অবস্হিত?
(ক)পার্বত্য চট্রগ্রাম
(খ)ময়মনসিংহ
(গ)সিলেট
(ঘ)টাঙ্গাইল
৩৮। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
ক**কামরুল হাসান
খ**নুরনবী
গ**জয়নুল আবেদীন
ঘ**হাশেম খান
৩৯। গরম পানির ঝর্না কোথায় রয়েছে?
ক.সীতাকুন্ডে
খ.মাধবকুন্ডে
গ.হিমছড়ি
ঘ.মৌলবীবাজার
৪০। উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি?
ক.21 মার্চ
খ.23 সেপ্টেম্বর
গ.22 ডিসেম্বর
ঘ.21 জুন

কোন মন্তব্য নেই: